এস এম রাফি ১১ জুলাই ২০২৩ , ১২:৪০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মা-বাবার সাথে অভিমান করে কুড়িগ্রামের চিলমারীতে তেরো বছর বয়সী এক মানষিক ভারসাম্যহীন মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম।
সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা রমনা মডেল ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত ওই মেয়ের নাম মোছা. ময়না খাতুন (১৩)। তিনি ওই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।
দায়িত্বশীল মাধ্যমে জানা গেছে, সোমবার বিকেলে ময়না খাতুন তার মা-বাবার সাথে অভিমান করে শয়ন কক্ষে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
থানা সূত্র বলছে, মেয়েটি মানষিক ভারসাম্যহীন ছিলেন। তার যখন যা ইচ্ছা হতো করত। ঘটনার দিন বিকেলে তার ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে তার মা উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম বলেন, আত্মহত্যা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে এবং ওই মেয়ের পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে প্রকৃত পক্ষে আত্মহত্যাই ছিল। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ পারিবারিকভাবে দাফন করেছেন। আর থানায় একটি অপতমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।