এস এম রাফি ২৯ অক্টোবর ২০২৩ , ৪:১৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজাকে গাইবান্ধা থেকে এবং মো. সুলতানকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে নিহত পারভেজের জানাজা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, ‘গ্রেপ্তাররা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তারাসহ আরও অনেকে নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্য পারভেজকে হত্যা করেছেন। দেশের সম্পদ রক্ষায় পুলিশ জীবন দিয়েছে। বাকি হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে, দুপুর ১২টার আগে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে কনস্টেবল পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর দেড়টার দিকে জানাজা সম্পন্ন হয়। সেখানেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে এই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।