এস এম রাফি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ- আর্থিক সহযোগিতার আশা নিয়ে চিকিৎসায় টাকার অভাবে মৃত্যূ প্রহর গুনছেন প্রতিবন্ধী কেরামত আলী (৪০) সমাজের বিত্তবানরা
সাহায্যর হাত বাড়ালে আবারো স্বাভাবিক জীবন ফিরে পাবার স্বপ্ন দেখছেন তিনি ও তার পরিবার।
প্রতিবন্ধী কেরামত আলী কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামের মৃত্যু কুদ্দুস আলীর ছেলে। জানা গেছে,প্রতিবন্ধী কেরামত আলী কাউনিয়া উপজেলার রংপুর কুড়িগ্রাম মহা -সড়কের বেইলীব্রীজ বাজার সংলগ্ন ব্রীজের পাশে রাস্তার ঘাস জমিতে স্ত্রী ও সাত বছরের সালমান ও এগারো বছরের শাহাজাহান এই দুই ছেলেকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে মানবতার জীবন যাপন করে এসেছিলেন। ১৫ দিন আগে হঠাৎ ষ্টক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ০৭ দিন চিকিৎসার পর টাকার অভাবে বাড়িতে এসে মৃত্যূ প্রহর গুনছেন। তার প্রতিদিন চিকিৎসার জন্য প্রায় ৫০০-৮০০ টাকার প্রয়োজন।
কেরামত আলীর স্ত্রী ও ভাতিজা মোতালেব হোসেন জানান , প্রতিবন্ধী কেরামত আলী আর্থিক সংকটের কারণে ৭ দিন পরে বাড়িতে এসেছে তার বর্তমানে চিকিৎসাও চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমানে অর্থাভাবে অনেকটাই বিনা চিকিৎসায় বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে দিন কাটছে তাঁর। এতে করে দিন দিন সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর চোখের সামনে অসুস্থ স্বামীর এ করুণ পরিণতিতে স্ত্রী ও ছেলের অতি কষ্টে দিনাতিপাত করছেন।
অসুস্থ কেরামত আলীর চিকিৎসা করতে না পেরে তাঁর পরিবার মনোবেদনায় ভেঙ্গে পড়েছেন। কারণ তাদের এখন কোন সহায় সম্পদ নেই যে বিক্রি করে অসুস্থ কেরামত আলীর চিকিৎসা করাবেন।
এমতাবস্থায় প্রতিবন্ধী কেরামত আলীর চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষে থেকে সমাজের সহৃদয়বান বিত্তশালী ও সম্পদশালীদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবন্ধী কেরামত আলীর জন্য সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন মোতালেব হোসেন,মোবাইলঃ-01951-291264