uadmin ৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:১৪ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষকের উপর অতর্কিত হামলাকারীকে গ্রেফতারের জন্য প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
রবিবার(৪ ফেব্রুয়ারী) সিনেট ভবনের সামনে মানববন্ধন এ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান এই কথা বলেন।
তিনি বলেন বিগত ২৭ জানুয়ারি স্যারের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করি।২৯ তারিখ আমরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হামলাকারীকে গ্রেফতারের ৭২ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়।কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ জনকে গ্রেফতার ছাড়া ভালো কোনো উদ্যেগ নেয় নি। আমরা এই মানববন্ধনের মাধ্যমে আগামি ২৪ ঘন্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেফতার করবে বলে কামনা করি।যদি না হয় আমরা কঠোর কর্মসূচি পালন করব।
ম্যানেজমেন্ট বিভাগের আর এক শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, শিক্ষাকের উপর হামলা হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরেও তারা ২ জন মূল হোতার মধ্যে ১ জনকে গ্রেফতার করতে পেরেছে।আমরা পূর্বে আল্টিমেটাম দেওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীকে গ্রেফতারের কোনো নিশ্চয়তা দিতে পারে নি।আমারা চাই প্রশাসন যতদ্রুত সম্ভব তাকে গ্রেফতার করুক।
প্রসঙ্গত, শুক্রবার রাতে রুয়েটের প্রধান ফটকের বিপরীতে মিষ্টিবাড়ি দোকানের সামনে রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ আলী রেজাকে (৫৩) পথরোধ করে গাড়ি থেকে নামিয়ে মারধর ও হত্যাচেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতেই নগরীর মতিহার থানায় মামলা করেন তিনি।
এরপর রাতেই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বিবাদীরা হলেন মো. মিনহাজ আবেদীন (৩৯) এবং মো. মোসাদ্দেক হোসেন রাতুল (২৭)। তাদের উভয়ের বাড়ি রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায়।