সারাদেশ

প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

  uadmin ২ নভেম্বর ২০২৩ , ৮:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ঝালকাঠি প্রতিনিধি: প্রেমিকের সাথে মোটর সাইকেলে চড়ে ঝালকাঠি থেকে পিরোজপুরের বেকুটিয়া সেতুতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনার পর হাসপাতালে ছাত্রীটি মারা যান। মোটরসাইকেল চালক ছাত্রীর প্রেমিক পুলিশী হেফাজতে চিকিৎসাধীন।

নিহত ইসরাত জাহান শ্রাবনী (১৭) বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি ঝালকাঠির সদর উপজেলার কীর্তিপাশা এলাকার শাহাদাত মোল্লার মেয়ে। দুর্ঘটনায় আহত প্রেমিক একই এলাকার তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে শাকিল মোল্লা (১৮)।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই রাহাত সাংবাদিকদের জানান, বুধবার দুপুর ১২টার দিকে শাকিল ও শ্রাবনী মোটরসাইকেলে বেকুটিয়া ব্রিজে ঘুরতে যান। সেখান থেকে তারা মোটরসাইকেলে ফিরছিলেন। ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় পৌঁছালে এক পথচারীকে চাঁপা দিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা। এতে পথচারীসহ তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে শ্রাবনী মারা যান।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ছাত্রীর পরিবার রাজাপুর থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশী হেফাজতে ছেলেটিকে চিকিৎসাধীন রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।