সারাদেশ

‎ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৫ , ৪:৪০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাৎ বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় এই যে, আন্তর্জাতিক বিশ্ব এখনও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।

‎ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিলমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। একইসঙ্গে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ৮ এপ্রিল মঙ্গলবার সারাদেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।