শিক্ষা

ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে সংহতি প্রকাশ রুয়েট শিক্ষার্থীদের

  রুয়েট প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিলিস্তিনের জাতীয় পতাকা ঝুলিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি এবং একাত্মতা প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ফিলিস্তিনের পতাকা টাঙানো হয়। এতে কোনো স্লোগান বা কর্মসূচি ছিল না; শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শুধু ফিলিস্তিন পতাকা ঝুলিয়ে তাদের মানবিক অবস্থান তুলে ধরেন।

একজন শিক্ষার্থী জানান, “আমরা নিপীড়িত মানুষের পাশে থাকার বার্তা দিতে পতাকা ঝুলিয়েছি।”

ফিলিস্তিনে চলমান মানবিক সংকট ও সহিংসতার প্রেক্ষিতে এই প্রতীকী পদক্ষেপ শিক্ষার্থীদের বিবেক ও মানবিক চেতনার প্রতিফলন বলে শিক্ষার্তীরা মনে করছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য গত ৭ই এপ্রিল বিশ্বব্যাপী চলমান ‘The World Stops for Gaza’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে রুয়েট প্রশাসন সহ রুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ক্লাব। ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিভিন্ন কর্মসূচিতে রুয়েট শিক্ষার্থীরা বরাবরই অংশগ্রহণ করে আসছে।