হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর): ৮ মার্চ ২০২৫ , ২:২১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
‘‘অধিকার, সমতা,ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ মার্চ) শনিবারর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলের সভাতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার,আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়সহ উপজেলার সকল নারী উদ্যোক্তা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল কর্মকর্তা,কর্মচারীগন উপস্থিত ছিলেন।