উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: ৬ মার্চ ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ (মার্চ) বৃহস্পতিবার বিকেলে তিনটার দিকে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান
বক্তা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেইন কায়কোবাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক প্রভাষক শফিকুল ইসলাম বেবু,২নং যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিব। উক্ত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, উপজেলার সাবেক ছাত্র ও যুব নেতা সামসুজ্জামান হাসু, যুবনেতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর ইসলাম আরিফ, উপজেলার সাবেক ছাত্রনেতা মাহাফুজার রহমান মাসুম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা প্রমুখ। এ কর্মীসভায় উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সকল ভেদাভেদ গ্রুপিং ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সহিত দলের কাজ করার আহ্বান জানান। এবং দলের মধ্যে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম করলে সাংগঠনিক ভাবে ব্যাবস্থা নেওয়ার ও কথা বলেন নেতারা।