উত্তম কুমার মোহন্ত,ফুলবাড়ী (কুড়িগ্রাম) ৯ জানুয়ারি ২০২৫ , ৫:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারি কে আটক করেছে ।
জানাযায়, বৃহস্পতিবার ০৯ (জানুয়ারি) ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এর নেতৃত্বে,থানা পুলিশের এস আই, শাহানুর সহ মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কদম তলা মোড়ে অভিযান চালিয়ে দুই মাদক কারবারির শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় ফিটিং করা অবস্থায় ০৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন, মোঃ পলাশ মিয়া (২৩) পিতা: মঞ্জিল মিয়া সাং:পশ্চিম সাধু পাড়া, মোঃ ইকবাল হোসেন (২৪) পিতা: মৃত: আব্দুল আউয়াল উভয় সাং:সরষী সোনাতলা থানা ও জেলা পাবনা।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হবে।