উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি: ২১ মার্চ ২০২৫ , ৫:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ফিলিস্তিনে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বরতা হত্যাকাণ্ড ও ভারতীয় মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে তৌহিদী জনতা ও ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১(মার্চ) জুম্মার নামাজ শেষে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে হাজি মার্কেটের সামনে জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা শাখার জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি, আব্দুল হালিম রানা, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র সিদরাতুল ইসলাম সবুজ, লাভলু মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে বর্বরতা গণহত্যা ও ভারতীয় মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের নির্যাতন বন্ধের দাবি সহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।