উত্তম কুমার মোহন্ত ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধি:গ্রাম ৮ জানুয়ারি ২০২৫ , ৫:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেন।
বুধবার(৮ জানুয়ারি)সকালে ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম এর নেতৃত্বে যৌথ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে,ইট প্রস্তূত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ইটভাটা গুলোতে জেলা প্রশাসক এর লাইসেন্স ছাড়া মাটি সংগ্রহ করে কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধ প্রমাণিত হত্তয়ায় চারটি ইটভাটার বিরুদ্ধে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেন।
জরিমানাকৃত ইট ভাটা গুলো হলো ফুলবাড়ী সদরের,কে এম ব্রিকসের ৫০ হাজার টাকা, কাশিপুর ইউনিয়নের,ডব্লিউ এ এইচ ব্রিকসের,১লাখ ৫০ হাজার, একই ইউনিয়নের আজোয়াটারী এবি ব্রিকস ও এম এস এইচ ব্রিকসের ২ লাখ টাকা জরিমানা করেন।এসময় চারটি ইটভাটার মালিকের নিকট নগদে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নিবার্হী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, পরিবেশ সূরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এধরণের অভিযান অব্যাহত থাকবে।