জাতীয়

বঙ্গবন্ধুর জন্য ঢাবির বিশেষ সমাবর্তন, বক্তা শেখ হাসিনা

  এস এম রাফি ১২ আগস্ট ২০২৩ , ৯:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রিতে সম্মানিত করতে চলতি বছরের অক্টোবরে বিশেষ সমাবর্তনের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে সমাবর্তন বক্তা থাকবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর ওই সমাবর্তন হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন তার ছোট মেয়ে শেখ রেহানা।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে ওই সমাবর্তন হবে।

কোভিড মহামারির আগের বছর ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসেছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথসভা। যেখানে বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেওয়ার এই প্রস্তাব উপস্থাপন করেছিলেন জাতীয় কমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ সামাদ। একই বছর ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উদ্যাপন সভায় বিশেষ সমাবর্তন আয়োজনের প্রস্তাব ফের তুলেছিলেন এই অধ্যাপক। সেই প্রস্তাব ২০২০ সালের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এবং ২৮ জানুয়ারি সিন্ডিকেটে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।