এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৩ , ২:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের কেয়টখালি এলাকায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অন্তত আরো ৯ যাত্রী গুরুত্বর আহত হয়েছে।
আরও পড়ুন- শ্রীনগরে ঋণের চাপে নারীর আত্মহত্যা
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালি এলাকায় এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী লেনে
দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লাগলে ওই দূর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা (৪৫), দুর্ঘটনা কবলিত দোলা পরিবহনের সুপারভাইজার ও নিহত অপর অজ্ঞাতনামা পুরুষ (৪৫) এর নাম পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন,বরিশালের নাজিরপুর উপজেলার পূরবী রায়(২৬), গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলার গোপীনাথপুর এলাকার আতিয়ারের ছেলে জাহিদ হাসান(৩৫), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সুখ রঞ্জনের ছেলে দ্বীপ হাওলাদার(২৪),
কুদ্দুসের ছেলে একরাম (৩৩), রাখি(২৩), সুমনের স্ত্রী নিশাত (২৮),গণেশ চন্দ্রের ছেলে অনুপ সাহা, মাধুরী (২৫), ফরিদপুরের সদরপুর উপজেলার শাহাবুদ্দিনের ছেলে শাহরিয়ার (৫০)।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখি লেনে দ্রুতগামী দোলা পরিবহনের যাত্রবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে ওই দূর্ঘটনা ঘটে। এতে ৯ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্ত্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
শ্রীনগর ফায়ার ষ্টেশন এয়ারহাউস কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৯ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।