এস এম রাফি ২৮ অক্টোবর ২০২৩ , ৮:৫৬ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
আজকে নয়াপল্টনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই দিনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগ। শুধু তা-ই নয়, আগামীকাল থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতিম সংগঠনটি।
শনিবার (২৮ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশকে সামনে রেখে শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা হয়৷ সেখানে বিরোধী দলগুলোর আন্দোলন ও নির্বাচন বিষয়ে ছাত্রলীগের করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় অংশ নেওয়া কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা বলেন, সভায় ছাত্রলীগের নির্বাচনকেন্দ্রিক করণীয় নিয়ে আলোচনা হয়। আগামীকাল থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত (বিশেষ করে আগামী তিন মাস) মাঠে থাকার কথা বলা হয়। আগামীকাল আওয়ামী লীগের সমাবেশে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট পর্যন্ত অবস্থানে থাকবে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ছাড়া শাহবাগে সাংস্কৃতিক মঞ্চ স্থাপনসহ নির্বাচনকেন্দ্রিক নানা কর্মসূচি থাকবে সংগঠনটির।
সভার আলোচ্য বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন-অগ্রগতির স্বপ্নকে যারা ধূলিসাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে তরুণসমাজকে ঐক্যবদ্ধ করে মাঠে থাকবে ছাত্রলীগ। আন্দোলন, তফসিল ও নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনার বিজয় নিশ্চিত না করা পর্যন্ত ছাত্রলীগ এককাট্টা হয়ে সার্বক্ষণিক রাজনৈতিক কর্মকাণ্ডে মাঠে থাকবে। আগামীকালের সমাবেশেও ছাত্রলীগ মাঠে থাকবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, লক্ষাধিক কর্মী নিয়ে সমাবেশে যোগ দেব। বিশৃঙ্খলার বিষয়ে সবাই সজাগ থাকব। জনগণের জানমালের নিরাপত্তা, বিপদ-আপদে ছাত্রলীগ সবসময় যে ভূমিকা নেয়, শনিবারও তার ব্যতিক্রম হবে না।
এদিকে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা আগামীকাল অন্তত ১০ হাজার নেতাকর্মী নিয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে অংশগ্রহণ করব। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টেও আমাদের সতর্কতামূলক অবস্থান থাকবে।