সারাদেশ

বিটিভির নিয়মিত শিল্পী হলেন চিলমারীর আনোয়ারুল ও মজনু

  চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ১০:০১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিয়মিত কণ্ঠশিল্পী হিসেবে আলাদা আলাদা বিভাগে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার আনোয়ারুল ইসলাম ও মহব্বত আলী মজনু।

আনোয়ারুল ইসলাম উপজেলার থানাহাট ইউনিউনের বাসিন্দা। তিনি বাংলাদেশ টেলিভিশনে পল্লীগীতিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হয়েছেন।

অপর দিকে মজনু আধুনিকা গানে বিটিভিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। মজনু উপজেলার থানাহাট ইউনিউনের শামসপাড়া এলাকার বাসিন্দা।

তিনি বাংলাদেশ বেতারের আধুনিক গানের নিয়মিত কন্ঠশিল্পী হিসেবে রয়েছেন।

স্থানীয় মাইদুল ইসলাম বলেন, শিল্পীরাই ইতিহাস এবং ঐতিহ্যকে, সবচেয়ে বেশি ধারণ করে। আপনারা যারা শিল্পী আছেন, চিলমারী কে, বিশেষ করে পিছিয়ে পড়া কুড়িগ্রামকে, সবার সামনে তুলে ধরবেন।