বিবিধ

বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন

  এস এম রাফি ২৬ জানুয়ারি ২০২৩ , ৬:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষাক্রম ‘২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্তপূর্বক শাস্তির দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের চিলমারী সরকারি কলেজ মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, থানা সভাপতি মুহাম্মাদ সাজ্জাতুল ইসলাম, সহ সভাপতি মুহাম্মাদ নাহিদ নাজমুল, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওয়াজকুরুনী রহমান প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে উপজেলা শিক্ষা অফিসে একটি স্মারকলিপি জমা দেন।