চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৪ , ১১:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর এলাকায় ঘুরতে এসে ব্রহ্মপুত্র নদে নেমে গোসল করতে গিয়ে স্রোতের কারণে ডুবে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চিলমারী নদীবন্দর রমনা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম সোহান (২২)। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং বিবাহিত জীবনে এক সন্তানের জনক বলে জানা গেছে।
নিখোঁজের ঘটনাটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন। তিনি বলেন, হারাগাছ থেকে পাঁচ টি মোটরসাইকেল যোগে ১০ দশ জন চিলমারীতে ঘুরতে এসেছিলেন। সকলেই আত্মীয়ের মধ্যে হবে।
জানা গেছে, হারাগাছ থেকে চিলমারী নদীবন্দর ঘুরতে এসে নদীর পানিতে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যায় সোহান। পরে আর তাকে দেখতে না পেরে সাথের লোকজন চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন জমায়েত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায়।
নিখোঁজ সোহানের সাথে আসা তুহিন আরাফাত (২৮) জানান, সন্ধ্যায় চিলমারী নৌ-বন্দরে দেখতে সবাই চলে আসি। তখন সোহান নদীতে গোসল করতে চাইলে আমরা সবাই তাকে নিষেধ করলেও তা সে না মেনে নদীতে লাফ মারে এবং ওখানে থাকা একটি বাল্কহেড অতিক্রম করে ১৭-১৮ ফিট দুরে চলে যায়। এসময় স্থানীয় একজন তাকে তোলার জন্য বাঁশ ফেলে দিলে তা ধরতে পারেনি। এরপর থেকে আর তাকে পাওয়া যায়নি।
ফায়ার ফাইটার মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছেন এবং ডুবরি দল না থাকায় আজকের মত উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। শনিবার রংপুর থেকে ডুবরি দল এসে উদ্ধার কাজ চালাবেন বলে জানিয়েছেন তিনি।
চিলমারী নৌ পুলিশ ফাড়ির এসআই ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা বন্ধুরা মিলে ঘুরতে এসেছিলেন ঘাটে।