অপরাধ

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়াড়ী আটক

  এস এম রাফি ২১ আগস্ট ২০২৩ , ১:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জুয়াড়ীকে আটক করা হয়েছে।
রবিবার দিন গত  রাত দেড় টার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মইদাম গ্রামের নূর ইসলাম এর পুত্র কামাল হোসেন (৩০), সহিদ আলীর পুত্র সিপন মিয়া (২৫), রিয়াজুল হক এর পুত্র  হাসেম আলী (২১), আব্দুর রহিম এর পুত্র হোসেন আলী (২৮)  এবং  তিলাই ইউনিয়নের পশ্চিম  ছাটগোপালপুর গ্রামের ফজর আলীর পুত্র আবুল হোসেন (৩৫) ও ছফর উদ্দিন এর পুত্র জয়নাল (২৫)।
পুলিশ সূত্রে জানাযায়, রবিবার রাত দেড়টার দিকে ভূরুঙ্গামারী থানার এসআই রোকনুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ছাট গোপালপুর গ্রামে রাত্রিকালীন ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভীত্তিতে পার্শ্ববর্তী মইদাম গ্রামের নুর ইসলাম এর পুত্র কামাল হোসেন (৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় উক্ত আসামীদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এসময় নগদ টাকা, দুই সেট তাস ও জুয়া খেলার অন‍্যান‍্য সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (২১ আগস্ট ) সকালে আটকৃতদেরকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান আটক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।