সারাদেশ

মডেল উপজেলা গড়ার লক্ষ্য নির্বাচনী প্রচার-প্রচারণায় ভাইস চেয়ারম্যান স্মৃতি

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৭ মার্চ ২০২৪ , ২:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আলাপ-আলোচনা, সভা ও গণসংযোগ নিয়ে সরগম হয়ে উঠেছে রৌমারী উপজেলা। উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও নারী উন্নয়ন ফোরামের পূনরায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা আকতার স্মৃতি। তিনি গত ২০১৯ সালে উপজেলা আ‘লীগের দলীয় সমর্থনে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। রৌমারীকে মডেল উপজেলা গড়ার লক্ষে আবারো ভোটারদের দ্বারে দ্বারে, গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এক স্বাক্ষাৎকারে তিনি বলেন, মাদক,সন্ত্রাস মুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা উপজেলা গড়তে চান ভাইস চেয়ারম্যান প্রার্থী গণমানুষের আস্থাভাজন মাহমুদা আকতার স্মৃতি। ইতি মধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে সকলের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন। তার উন্নয়নের কথা তুলে ধরছেন সাধারন মানুষের কাছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে প্রথম ধাপে ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি ইতিমধ্যেই প্রস্তুতি ও উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। তিনি আরও বলেন, আমি কখনো কোনো মানুষের ক্ষতি করিনি। সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমার নির্বাচনী এলাকার মানুষের আস্থা রয়েছে আমার উপর। কারন আমি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি। রাজনৈতিক জীবনে আমি উপজেলার মানুষের সাথে কখনো কোন্দলে জড়াইনি প্রতিহিংসার রাজনীতিও আমি করিনা। আমি সাধারণ মানুষ কে ভালোবেসে আপন করে আমার কাছে টেনে নিয়েছি।

এছাড়া সমাজে অবহেলিত মানুষের খোঁজ খবর রাখার চেষ্টা করি সমাজের অবহেলিত মানুষ কে আমার সাধ্যমত সাহায্য সহযোগিতাও করি। এছাড়া মাদক, সন্ত্রাস, দূর্নীতির বিরুদ্ধে আপষোহীন।

তিনি আশাবাদি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পূনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাকে ক্ষুধা দারিদ্র মুক্ত উপজেলা গড়তে তিনি কাজ করে যাবেন। তাছাড়া এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আবারো দেখতে চান উপজেলাবাসি। জনগণ বলছে, তিনি একজন সৎ,যোগ পরিচ্ছন্ন ব্যক্তি ও গণমানুষের আস্থাভাজন তিনি আবারো ভাইস চেয়ারম্যান হলে কারো ক্ষতি হবে না। তিনি সকলের নিকট দোয়া, আর্শীবাদ চেয়েছেন।