সদরুল আইন : ৩ মে ২০২৪ , ৮:২৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
ষষ্ঠ উপজেলা পরিষদের ভোটে মন্ত্রী-এমপিদের অবৈধ প্রভাব ঠেকাতে জাতীয় সংসদের স্পিকারের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিভিন্ন ধাপের ভোটে মন্ত্রী-এমপিদের প্রভাবের কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত কমিশন। এছাড়া সম্প্রতি ডিসি-এসপিদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকেও মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়।
এরই ধারাবাহিকতায় এবার স্পিকারকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্পিকারকে এই চিঠি পাঠান।
এদিকে, ভোটে অবৈধ প্রভাব বিস্তার করার অভিযোগে মৌখিকভাবে সতর্ক করার পর রেলমন্ত্রী জিল্লুর হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল হাকিমকে সতর্ক করেছে ইসি।
মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তারের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, কমিশন সংসদ সচিবালয়ে একটি চিঠি দিয়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপিদের অবৈধ প্রভাব বিস্তার না করার জন্য বলেছে।
রাজনৈতিক দলের এমপি মন্ত্রী যেই হোক না কোনো অবৈধ প্রেশার দিলে তা আমলে না নেওয়ার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে এটা প্রমাণের প্রয়োজন নেই বলে মনে করছে ইসি। যে কোনো প্রার্থী যদি বলে উনি অমুকের আত্মীয় বা ঐ পক্ষের হয়ে কাজ করেছেন, তাহলে প্রমাণ ছাড়াই নিয়োগ বাতিল করা হবে।
এ বিষয়ে মো. আলমগীর বলেন, শুধু শুধু কারো প্রতি অভিযোগ আসবে না। এক্ষেত্রে আমাদের প্যানেল থেকে অন্য এক জনকে নিয়োগ দেব। প্যানেলে যোগ্য লোক না পেলে প্রয়োজনে পাশে জেলা বা উপজেলা থেকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হবে।
শক্তি প্রয়োগ করে হুমকি দিয়ে কোনো প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে না বলে মন্তব্য করে ইসি আলমগীর বলেন, যেহেতু দলীয় ও স্বতন্ত্র দুই ভাবে নির্বাচন করার আছে। এক্ষেত্রে দলের গঠনতন্ত্র অনুযায়ী দল সিদ্ধান্ত নিতে পারে।
এবার রেলমন্ত্রীর পুত্রকে সতর্ক :আচরণবিধি লঙ্ঘন করায় জিল্লুর হাকিমের পুত্র আশিক মাহমুদ ?মিতুল হাকিমকে সতর্ক করে চিঠি দিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।
চেয়ারম্যান প্রার্থী ফরিদ হাসানের (ওদুদ) লিখিত অভিযোগে আচরণ লঙ্ঘন প্রমাণিত হওয়ায় মন্ত্রীপুত্রকে সতর্ক করা হয়।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বলেন—আমি রাজবাড়ীতে অবস্থানকালীন সময়ে তার বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়েছি, তাকে মোবাইল ফোনে কোনো প্রকার হুমকি-ধামকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে।
চাঁদপুরের মতলব থানার ওসিকে বদলির নির্দেশ : চাঁদপুরের মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল নির্দেশনাটি মহাপুলিশ পরিদর্শককে পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন এবং সাব-ইন্সপেক্টর মো. আবু হানিফকে প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত পুলিশ কর্মকর্তা পদায়নের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।