বিবিধ

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে কাউনিয়ায় সব মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলানো হয়েছে

  এস এম রাফি ১৭ জুলাই ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ-মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)কেন্দ্রীয় কমিটির সিন্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে কাউনিয়ার সবকটি মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলানো কর্মসূচী পালন করা হচ্ছে। কর্মসূচী সফল ও বেগবান করতে সোমবার বিকাল সাড়ে ৩ টায় কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ তোফাজ্জল হোসেন,প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম, রমজান আলী,মকছুদার রহমান, তোজাম্মেল হক, আতাউর রহমান মানিক, তৈয়বুর রহমান, নুর মোহাম্মদ, আশরাফুল ইসলাম,বজলুর রহমান,জেহাদুল ইসলাম, ফাকের সরকার চাঁদ, পরিমল চন্দ্র, গোলাম মোস্তফা গোলাপ,পরিমল,সহঃপ্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান,সহকারী শিক্ষক অভয় চন্দ্র বর্মন পারভীন মুক্তি প্রমূখ।
সভায় সোমবার থেকে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে দাবী আদায় না হওয়া পর্যন্ত তালা ঝুলানোর কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পরে জাতীয় করণে দাবী আদায়ে কাউনিয়া ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।