শিক্ষা

মানবাধিকার দিবস উপলক্ষে রাবি ছাত্রদলের মানববন্ধন

  রাবি প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৮:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

শুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ছাত্রদলের ব্যানারে ‘এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আবারও শহীদ জিয়াউর রহমানের সৈনিক হিসাবে ছাত্রদল অস্ত্র হাতে নিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। আমরা বীরের জাতি, লড়াই সংগ্রাম আমাদের রক্তে বহমান। বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র আমরা বরদাশত করবো না।

এসময় তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বিএনপি ও ছাত্রদল সহ সকল নেতাকর্মীদের যেভাবে গুম খুন করা হয়েছে, সে সকল মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের শাস্তি দিতে হবে। অনতিবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। আজ চার মাস অতিবাহিত হতে চলছে, আজও গুম হওয়া আমাদের ভাইদের তথ্য অন্তবর্তীকালীন সরকার দিতে পারেনি, আজও স্বৈরাচার মুক্ত দেশে আমাদের নির্যাতিত দেশ প্রেমিক নেতা-কর্মীরা বাড়ি ফিরে আসেনি। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। অনতিবিলম্বে গুম হওয়া আমাদের ভাইদের ফিরিয়ে আনতে উদ্যেগ গ্রহন করুন। আমাদের ভাইদের হত্যার বিচার ছাড়া আমাদের কন্ঠস্বর দমিয়ে রাখা যাবে না।

রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সর্দার রাশেদ আলীর সঞ্চালায় অনুষ্ঠিত এই মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ তাহের রহমান, মাহমুদুল মিঠু, শাকিলুর রহমান সোহাগ ও মেহেদী হাসান খান। এসময় এসময় মানববন্ধনে রাবি ছাত্রদলের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।