সারাদেশ

মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১৫জন, মাঠে নেই বিএনপি

  এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ১২:৩৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র ফরম কিনেছেন ১৫ জন মনোনয়ন প্রত্যাশী। কিন্তু মাঠে নেই বিএনপির কোন প্রার্থী।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন মুন্সীগঞ্জ -১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের বর্তমান সংসদ সদস্য বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। তিনি মহাজোটের প্রার্থী হয়ে ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের ১৫জন নেতা। মনোনয়ন প্রত্যাশীরা হলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ঢাকা মহানগর দক্ষিন আঃলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম কিবরিয়া শিমুল, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল,অস্ট্রেলিয়া যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল আল নোমান,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোস্বামী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ আব্দুল করিম, কাশেম শেখ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, হানা গ্রুপের চেয়ারম্যান(জাপান বাংলাদেশ) হারুন অর রশিদ মোল্লা। গত মঙ্গলবার রাত পর্যন্ত এসব প্রার্থীরা আওয়ামী লীগের দপ্তরে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

আগামী ৭ জানুয়ারী ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৩০মে নভেম্বর আর মনোনয়ন যাচাি বাচাই হবে ১থেকে ৪ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিস্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর।

মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১৭১ মুন্সীগঞ্জ-১ আসন(শ্রীনগর ও সিরাজদিখান) উপজেলা নিয়ে গঠিত।

দুই উপজেলায় ইউনিয়নের সংখ্যা সমান সমান অর্থ্যাৎ ২৮টি। শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১০ হাজার ৯শত ৬৫ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪ জন। শ্রীনগর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯৬৯ জন। এছাড়া সিরাজদিখান উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬১৩ জন ও নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৬৯৭ জন। সিরাজদিখান উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১০ জন।