এস এম রাফি ৩১ জুলাই ২০২৩ , ১১:৫১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
আজ বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ না থাকলেও রাজনীতিতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে, সর্বত্র এখন রাজনীতির উত্তাপ।
বিশেষ করে গত শনিবার ঢাকার প্রবেশপথ গুলোতে অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা নাগরিকদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে।
যদিও বিএনপি বলছে যে, তাদের জনসমাবেশ শান্তিপূর্ণ ভাবে হবে। কিন্তু শনিবারের ঘটনায় নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শেষ পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে কিনা সেটা নিয়ে জনমনে এক ধরনের সংশয় রয়েছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি না পাওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার (৩১ জুলাই) বেলা ৩টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার অবস্থান কর্মসূচি পালনের সময় রাজধানী বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়েছেন।
এছাড়াও নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজন যুগ্ম কমিশনারসহ ৩১ জন পুলিশ সদস্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। ডিএমপির উপপুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীতে সহিংসতার ঘটনায় ৭০০ জনকে আটক করা হয়েছে বলে গতকাল রোববার (৩০ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘ইতোমধ্যে ৭০০ এর বেশি হাতেনাতে আমরা ধরেছি। আমাদের পুলিশ হাতেনাতে ধরেছে। আগুন ধরিয়ে দিতে যারা গিয়েছিল তাদেরও ধরা হয়েছে।
এখন সব জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটারও আমরা সাহায্য নিচ্ছি। জনগণও এ ধরনের দুষ্কৃতকারীদের ধরিয়ে দিচ্ছে।’