সারাদেশ

রাজারহাটে বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  এস এম রাফি ৭ অক্টোবর ২০২৩ , ৯:২৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাটে ব্যাপক-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার সদর বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রিজাইডিং অফিসার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মশিউর রহমান মন্ডলসহ সহকারী প্রিজাইডিং অফিসার ৩জন ও পুলিং অফিসার ৬ জন দায়িত্ব পালন করেন।

আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর ও শান্তিপুর্ণ পরিবেশে টানা বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ সময়ে সার্বক্ষণিক পর্যেবক্ষণে থাকেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো:আবদুল্লা হিল জামান। ভোট কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ নির্বাচনে মোট ৬৮৫ জন ভোটারের মধ্যে ৬৭৯ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। প্রতিটি ভোটার ৮ টি ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের ১২ জন প্রার্থীকে ভোট দেন।

এ নির্বাচনে সভাপতি পদে আব্দুর রাজ্জাক(ছাতা) প্রতীকে ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দী প্রার্থী মীর্জা সাইফুল্লাহ আহম্মেদ হাতি প্রতীকে ৩৩৯ পেয়ে পরাজিত হয়। সাধারণ সম্পাদক পদে আঃ রাজ্জাক উড়োজাহাজ প্রতীকে ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী আলহাজ্ব আব্বাস আলী মটর সাইকেল প্রতীকে ১৭৩ ভোট ও মেহেরুজ্জামান লেবু হরিণ প্রতীকে ১৪৮ ভোট পেয়ে পরাজিত হন।

সহ-সভাপতি পদে মিজানুর রহমান বুলবুল টেলিফোন প্রতীকে ৩২৫ ভোটে (১ম) নাজমুল হুদা নাজু আম প্রতীকে ৩২৩ ভোটে (২য়) ও শফিকুল ইসলাম বুলু মন্ডল মাছ প্রতীকে ৩১০ ভোট পেয়ে (৩য়) নির্বাচিত হন

সহ-সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম অপু টিউবওয়েল প্রতীকে ৪১৮ ভোটে (১ম)ও শ্রীবাস চন্দ্র কলস প্রতীকে ৩২৬ ভোট পেয়ে ২য় নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাৎ হোসেন লাল মোবাইল প্রতীকে ৪০৩ ভোটে ১ম এবং চাঁন মিয়া ফ্যান প্রতীকে ৩৪০ ভোট পেয়ে ২য় নির্বাচিত হন।

দপ্তর সম্পাদক পদে এরশাদুল হক গোলাপ প্রতীকে ৩৪৯ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাকির হোসেন ব্যাট প্রতীকে ৩৩৫ প্রচার সম্পাদক পদে আব্দুর রফিক মন্ডল মাইক প্রতীকে ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।

এ নির্বাচনে ৮ পদের বিপরীতে ২২জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ পদে শেখ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদকে আসাদুজ্জামান, কার্যকরী সদস্য পদে আলকাছ আলী, শহিদুল ইসলাম নয়ন, মাইদুল ইসলাম, রানা মিয়া, আশরাফুল হক, শরিফুল হক।

প্রধান নির্বাচন কমিশন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি বলেন,
ড়ড়-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর ও শান্তিপুর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত।