রাজিবপুর প্রতিনিধি: ১৪ জানুয়ারি ২০২৫ , ১২:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রাজিবপুরে চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি কবির হোসেন (৫৫) ও সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমানকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বটতলা বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি ও পুকুরে মাছ চুরির মামলায় দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
কবির হোসেন উপজেলার কাচারি পাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ও হাফিজুর রহমান একই উপজেলার জাউয়ার চর গ্রামের মৃত সুরুজ্জামালের ছেলে।