স্টাফ রিপোর্টার, রাবি ২৮ নভেম্বর ২০২৪ , ৯:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব দর্শন দিবস পালিত হয়েছে। ‘ফিলোসোফি: ব্রিজিং সোশ্যাল গ্যাপ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ এই সভার আয়োজন করে।
বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদের সভাপতিত্বে সভার মূখ্য আলোচক ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শামীম আহমেদ।
আলোচনায় ড. আহমেদ দর্শন ও বিজ্ঞানের মধ্যে বিভিন্ন সাদৃশ্য, বৈসাদৃশ্য ও গুরুত্ব তুলে ধরে করেন। এছাড়া বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক, দর্শনের বিভিন্ন শাখা, প্রযুক্তির দর্শন এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করেন তিনি।
স্বাগত বক্তব্য দেন দর্শন সমিতির সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন (২) বলেন, বিশ্ব আজ নানা ভাগে বিভক্ত। এই বিভক্তির ফলে বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। মূলত স্বার্থের জন্যই এই বিভক্তি। এই বিভক্তি ও বিশৃঙ্খলা নিরসনে দার্শনিকদের ভূমিকা অনেক। তাই ভেদাভেদ ও বিভক্ত ভুলে সাম্য, ভাতৃত্ব ও সৌহার্দ্যের বিশ্ব গড়তে দার্শনিক পর্যালোচনা গুরুত্ব বলে মনে করেন তিনি।
স্বাগত বক্তা হিসেবে প্রাক্তন অধ্যাপক এসএম আবু বকর বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব ও এর ক্ষতিকর দিক তুলে ধরেন এবং উত্তরণের উপায় আলোচনা করেন।
বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক একরাম হোসেন, অধ্যাপক সন্ধ্যা মল্লিক, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. তাসনিম নাদিরা রিদা সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।