শিক্ষা

রাবির আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি শিক্ষার্থীদের

  রাবি প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে বিভাগের বিভিন্ন দেয়ালে চিকামারা করেন। গতকাল (২২ ডিসেম্বর) রাতে কয়েকজন শিক্ষার্থী এটি করেন।

আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন,আইনে বিভাগে ফলাফল প্রকাশের ক্ষেত্রে সাধারনত ১৮-২১ মাস সময় নেয়। কিন্তু অন্যদিকে সান্ধ্য কোর্সের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটি ক্লাস ও পরীক্ষা নিয়মমাফিক হচ্ছে। এতে তাদের কোন ধরনের সেশনজট এ সম্মুখীন হয় না।সান্ধ্য কোর্সের কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পড়াশোনার মান দিনে দিনে কমে যাচ্ছে কারন স্বল্প সময়ের কোর্স শেষ করার প্রবল ইচ্ছা,পড়াশোনার মানকে প্রশ্নবিদ্ধ করছে। আইন বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী তার কোর্সের পড়াশোনার ক্ষেত্রে যে সময় পায় সান্ধ্যকালীন কোর্সের ক্ষেত্রে সে সময় পায় না।এতে তারা আইন বিভাগের বিষদ যে পড়াশোনা তা করতে পারছে না যার ফলে তারা আইনবিভাগের মানহানি করছে।সান্ধ্যকালীন কোর্সের এই সার্টিফিকেট মূল্যহীন, ব্যবসা ছাড়া কিছুই না।আমরা সান্ধ্যকালীন কোর্সের নামের ব্যবসার বিরুদ্ধে। শিক্ষকদের মনোযোগ সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থীদের উপর থাকায় আমরা নিয়মিত শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীরা সেশন জটের কারনে গত দুইটি বিজেএস পরীক্ষায় বসতে পারে নি,তাই আমরা চাই শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের সঠিক তদারকি দিয়ে বিভাগকে সেশনজট মুক্ত করবে এবং সান্ধ্যকালীন কোর্স বন্ধ করবে।

আইন বিভাগের চেয়ারম্যান ড.সাঈেদা আনজু এর সাথে কথা বলে জানা যায়, আজ সকালে ডিপার্টমেন্ট এ এসেই তারা এই বিষয়ে অবগত হন এব এ বিষয়ে ছাত্রদের পক্ষ থেকে অফিসিয়াল কোন অভিযোগ পায় নি।আগামীকাল একটি মিটিং বসবে এই বিষয় নিয়ে।

রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দিন বলেন,গতকাল সোশ্যাল মিডিয়াতে আমি এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি।তবে বিভাগ বা কোন শিক্ষার্থী অফিসিয়ালি কোন অভিযোগ দেয় নি আমাকে।