শিক্ষা

রাবি কেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯১.৭৫ শতাংশ

  uadmin ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:২৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

মারুফ হাসান,রাবি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ হাজার ৭৯০ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৯ হাজার ৯০০ জন শিক্ষার্থী। এতে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার শতকরা ৯১.৭৫ শতাংশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. এক্রাম উল্লাহ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাবিতে ১০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ৯ হাজার ৯০০ জন শিক্ষার্থী। এতে অনুপস্থিত ছিলেন ৮৯০ জন শিক্ষার্থী। অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৯১.৭৫ ভাগ। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি

উল্লেখ্য, আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকাল ১১টায় শুরু হয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।
আগামীকাল ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট পরীক্ষা শুরু হবে। আগামী ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে।#