রুয়েট প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৫১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এডমিশন ওয়েবসাইটে (admission.ruet.ac.bd) এ ফল প্রকাশ করা হয়।
এ বছর তিন শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১৯,৯১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৮০০২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে প্রথম শিফটে ২৬৯২ জন, দ্বিতীয় শিফটে ২৬৬৮ জন এবং তৃতীয় শিফটে ২৬৪২ জন নির্বাচিত হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
রুয়েট ২০১৯-২০ শিক্ষাবর্ষের পর আবারও এককভাবে স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। এবছর ১৪টি বিভাগে মোট ১২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট ১২৩৫টি আসন রয়েছে।
বিভাগভিত্তিক আসন সংখ্যা:
পুরকৌশল (Civil Engineering) – ১৮০
আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (URP) – ৬০
স্থাপত্য (Architecture) – ৩০
বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (BECM) – ৩০
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) – ৬০
যন্ত্রকৌশল (Mechanical Engineering) – ১৮০
গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং (GCE) – ৬০
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) – ৬০
রাসায়নিক কৌশল (Chemical Engineering) – ৩০
ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (MSE) – ৬০
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (EEE) – ১৮০
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) – ১৮০
তড়িৎ ও কম্পিউটার কৌশল (ECE) – ৬০
ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) – ৬০
সংরক্ষিত আসনসমূহ:
বান্দরবান জেলার অধিবাসীদের জন্য – ১টি
পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠীর জন্য – ৪টি
Shift 1 :https://admission.ruet.ac.bd/notices/preli-result/Result_sheet_shift_1.pdf
Shift 2: https://admission.ruet.ac.bd/notices/preli-result/Result_sheet_shift_2.pdf
Shift 3: https://admission.ruet.ac.bd/notices/preli-result/Result_sheet_shift_3.pdf