শিক্ষা

রৌমারীতে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৮ মার্চ ২০২৫ , ৯:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে প্রাথমিক শিক্ষা পরিবার রৌমারী কুড়িগ্রাম এর আয়োজনে সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে আলোচনা সভা, দোয়া, ক্রেস্ট বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালের দিকে উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালায় মাঠে প্রায় ৩ শতাধীক শিক্ষক উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

এ সময় অত্র উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মরত শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বক্তারা এসময় বলেন, এই প্রথম রৌমারীতে প্রাথমিক শিক্ষা পরিবার অনেক বড় একটি আয়োজন করেছেন। এতো বড় আয়োজন এর আগে কথনো কেউ করেনি। শিক্ষকদের প্রতি এতো বড় সম্মান জানানোর ব্যবস্থা যারা করেছেন তাদের ধন্যবাদ জানান। তারা আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর এই শিক্ষকদের যে ভাবে সম্মানিত করা হয়েছে তা রৌমারীর ইতিহাসে বিরল হয়ে থাকবে। আশা করি আগামীতে যাতে এমন আয়োজন অব্যাহত থাকে। এমন আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ উপস্থিত সকলে সন্তষ প্রকাশ করেন। এ ধরনের ব্যাতিক্র অনুষ্ঠানের জন্য যাতে আগামীতে আরও অনেক বড় পরিসরে আযোজন করা হয় তার জন্য দাবিও জানান ।

আলোচনা, সম্মাননা, ক্রেস্ট প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিক্ষক সংগঠনের অন্যতম নেতা মো: আহসান হাবিব সাদা সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় সম্বয়ক রংপুর, বিভাগ রংপুর, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: আজিম উদ্দিন ইন্সট্রাক্টর উপজেলা রির্সোস সেন্টার রৌমারী, সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে কমিটির আহবায়ক রাশেদুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক আবুজাফর সিদ্দিক বুলবুল, মো: মিজানুর রহমান, মো: জহরুল ইসলাম, এসএম মো: হোমায়ুন কবির, মো: তারা মিয়া, মো: আব্দুল মোতালেব, সহকারি শিক্ষক, রফিকুল ইসলাম লিচু, আবু তালেব, জিয়াউল ইসলাম, হাসানুজ্জামান, আনিছুর জামান, নাজমুল ইসলামসহ আরও অনেকে।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল করীম ও রৌমারী সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হায়দার আলী। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন হারুন অর রশিদ তুহিন সহকারি শিক্ষক প্রাথমিক শিক্ষা পরিবার রৌমারী কুড়িগ্রাম।