রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৪ জানুয়ারি ২০২৫ , ৮:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে আসার সময় ভ্রাম্যমাণ আদালতে সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
শনিবার ৪ জানুয়ারী উপজেলার ফলুয়ারচর নৌকা ঘাটে দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন।
জানা গেছে, উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচরের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক্টর ভরে বালু নিয়ে আসার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও ঘটনা স্থলে উপস্থিত হন। বালু উত্তোলনের দায়ে ঘটনস্থল থেকে থানা পুলিশের সহযোগীতায় ট্র্যাক্টর মালিক সাইদুর রহমানকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ অপরাধে ১৫ (১) ধারায় অনুযায়ী সাইদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটক ব্যাক্তি উপজেলার বন্দবেড় গ্রামের মদাব্যাপারী ঘাট এলাকার মৃত. আজিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, রৌমারী সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও। তিনি আরও বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট চলবে।