অপরাধ

রৌমারীতে আরিফুল হত্যাকান্ডের এজাহার ভুক্ত আসামি নুরুজ্জামাল গ্রেপ্তার

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৫ , ৫:০০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম (২৭) নামের এক যুবককে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নুরুজ্জামালকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আসামী নুরুজ্জামাল উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম (ট্যাংরাপাড়া) এলাকার হামেদ আলীর ছেলে।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, হত্যা মামলার আসামী নুরুজ্জামালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ যে, কয়েকমাস থেকে আরিফ নিজেই ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করে আসছিলেন। এ বালুর ব্যবসা কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে। একপর্যায়ে নিহতের বড় ভাইকে বলে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে নিহত আরিফ। তাকে ঠিক হতে বলেন, না হলে তাকে খেয়ে ফেলবো বলে হুমকি দেন আসামী ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে ট্রাক্টর চালাতে যাওয়ার জন্য আরিফকে মোবাইল কলে ডাকেন আরেক বালু ব্যবসায়ী ট্রাক্টর নুরুজ্জামাল। তার কথা মতো গাড়ী নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। পরে রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনয়িনের ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে আরিফের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানা আনে পুলিশ। পরে রোববার রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন নিহতের বড় ভাই আতিকুর রহমান।

নিহত আরিফুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামালের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম গ্রামে বাসিন্দা।