এস এম রাফি ২৬ মার্চ ২০২৩ , ৯:২৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:কুড়িগ্রামের রৌমারীতে ইউপি সদস্যের স্ত্রীকে শ্লীলতাহানীসহ পরিকল্পিতভাবে জমিতে অনধিকার প্রবেশ করে বাড়িঘর ঘেরাও, হত্যার উদ্দেশ্যে ধাওয়া, মারপিট করে গুরুতর জখম, ডাকাতি, ক্ষতিসাধন ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বেয়ালমারী গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বোয়ালমারী গ্রামের বাসিন্দা মোজাফ্ফর হোসেনের স্ত্রী আহত সুফিয়া খাতুন (৪৪) বাদি হয়ে একই গ্রামের মৃত মঞ্জিল হোসেনের ছেলে ছক্কু মিয়া (৪৬)সহ ১৫জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মোজাফ্ফর হোসেনের সঙ্গে বসত-ভীটা ও আবাদি জমি নিয়ে একই গ্রামের ছক্কু মিয়া গং এর সঙ্গে বিরোধ চলছিলো। শনিবার পূর্ব পরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড, লোহার শাবল, ধারালো রাম দা, কোদালসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে জমির সীমানা ভেঙ্গে জমিতে থাকা ফসল বিনষ্ট করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরুপ কর্মকান্ডে সুফিয়া খাতুন বাধা প্রয়োগ করতে গেলে ছক্কু গং এর হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে মারপিট ও পরনের কাপর ধরে টানা হেচরা করতে থাকে। এহেন কান্ডে তার শ্বাশুরী চিওরজান (৭৫) ও তার মেয়ে মনিরা আক্তার (১৮) প্রতিহত করতে গেলে তাদেরকেও একইভাবে মারপিট ও লাঞ্চিত করতে থাকে। এসময় তাদের পরহিত স্বর্ণালঙ্কার খুলে নেয় তারা। এসবে ইউপি সদস্যের ছেলে সোহেল রানা বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে রাম দা দিয়ে ধাওয়া করলে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে সোহেলকে উদ্ধার ও আহত ৩জনকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এব্যাপারে ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন জানান, বর্তমান অবস্থানরত বসত-ভিটা ও আবাদি জমি পৈত্রিক সূত্রে আমি খেয়ে আসছি। কিন্তু ছক্কু গং আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওইসব জমি তাদের বলে দাবি করে আসছে। যার প্রেক্ষিতে চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করে তাদেরকে নিয়ে বৈঠকের ব্যবস্থা করি। কিন্তু তারা বৈঠকে সারা দিলেও সিদ্ধান্তে দ্বিমত পোষণ করে। তাই তারা আমার অনুপস্থিতিতে জমি দখল করতে এসে বিভিন্ন অন্যায় করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, তদন্ত পূর্বক ঘটনার সত্যতা অনেকটা মিলে যাওয়ায় মামলা নেয়া হয়েছে। এবিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।