রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ১ অক্টোবর ২০২৪ , ৪:০৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ছাগল-ভেড়ার বিনামূল্যে ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর সকাল ৮ টায় উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই পিপিআর টিকাদানের কার্যক্রম শুরু করা হয়।
অফিস সূত্রে জানা গেছে, রৌমারীতে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বরাদ্দ পিপিআর ভ্যাক্সিনের ৬০ হাজার ডোজ ছাগল- ভেড়াকে দেওয়া হবে। এই ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুত্বর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুর মুখে পতিত হয়। ‘পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প এর আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায় ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। উপজেলার ৬ টি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিং-এর মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো মাহমুদুন্নবী মিলন, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, ভ্যাক্সিনেটর বন্দবেড় নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরও অনেকে।