স্বাস্থ্য

রৌমারীতে জরায়ু ক্যান্সার প্রতিরোধে ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

  রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ২৩ অক্টোবর ২০২৪ , ৪:০২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ২ব্যাপী এক ওরিয়েন্টেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল ও বুধবার ২২-২৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ওরিয়েন্টেশনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম ,আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদরুল হাসান,
একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজুল ইসলাম। ২দিনে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচআইভি টিকা প্রদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে ডা: আসাদুজ্জামান বলেন,এ উপজেলায় ১০- ১৪ বছর বয়সের অর্থাৎ ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে।মেয়েদেরকে ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন টিকা দেয়া হবে। এ ভ্যাকসিস টিকা নেয়ার জন্য প্রত্যেকে জন্ম নিবন্ধনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
তিনি ওরিয়েন্টেশন ক্যাম্পেইনে জানান,জরায়ু মুখে ক্যান্সারের লক্ষণ কি? অতিরিক্ত সাদা স্রাব, দুর্গন্ধ স্রাব,অতিরিক্ত অথবা অনিয়মিত রক্তস্রাব,মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে পুনরায় রক্তপাত এবং কোমর, তলপেট, উরুতে ব্যাথা।কারা জরায়ুমুখে ক্যান্সার আক্রান্ত হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ? বাল্যবিবাহ,
ঘন ঘন সন্তান প্রসব, একাধিক যৌনসঙ্গী, ধুমপায়ী, সল্পরোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী যেমন -এইডস রোগী ও যে সকল নারী প্রজনন স্বাস্থ্যসেবা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের অথবা স্বাস্থ্য কর্মীর পরামর্শ নেন না তাদের এই ক্যান্সার আক্রান্ত ঝুঁকি বেশী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই ইনচার্জ মহিউল আলম জানান,উপজেলার মোট ২১১টি মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ধ
ও প্রাথমিক বিদ্যালয়ের ১০- ১৪ বছর বয়সের অর্থাৎ ৫ম শ্রেনী থেকে নবম শ্রেনীর ১১হাজার মেয়ে শিক্ষার্থীদের এই জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচআইভি ভ্যাকসিন টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।