স্টাফ রিপোর্টার: ১৬ জানুয়ারি ২০২৫ , ২:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারীতে খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহ এলএসডি রৌমারীর বিরুদ্ধে মিথ্যা তদন্ত প্রতিবেদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে । বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টায় রৌমারী বাজারের এক অফিস কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী উপজেলার শৌলমারী ইউনিয়নের কলমের চর গ্রামের শাহজাহান আলীসহ এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে তারা বলেন, মিথ্যা তদন্ত প্রতিবেদনে লিখেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতিরোধ মূলক আদালত, রৌমারী গত ১৭, ১৯ এপ্রিল ও ৫ মে ২০২৪ সালে যথাক্রমে কাবিল হোসেন, ছাইফুল ইসলাম ও রাজু আহমেদ বাদী হয়ে বিবাদীগণের বিরুদ্ধে মামলাটি বারংবার পর্যালোচনা ও এলাকাবাসির নিকট হতে জানা যায় যে, বাদী ও বিবাদীগণ নিকট আত্মীয় বটে । এক খন্ড ভুমি বিক্রয়ের সূত্র ধরে সামাজিকভাবে ১ লক্ষ ৩০ হাজার টাকা অত্র মামলার ভাগিনী বিবাদীগণকে বায়না স্বরুপ প্রদান করেন । যাহার আইনি বা দালিলিক কোন প্রমানাদি নেই বলে জানা যায় । বিক্রিত বায়নাকৃত জমির মালিক আকর্ষ্মিকভাবে মৃত বরণ করলে শাহজাহান আলী কৌশলে আত্মসাৎ করার জন্য মামলার জালে ফাঁসাতে থাকেন । তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ্য করা হয় যে, বাদী সময় মতো তদন্ত সময়কালিন হাজির হলেও বিবাদীগণ ও তার স্বাক্ষী হাজির হননি । একইভাবে পর্যায়ক্রমে চারবার বিবাদীগণ ও বাদীর স্বাক্ষিগণসহ হাজির থাকার জন্য অনুরোধ করেন তদন্ত কর্মকর্তা ।
ভুক্তভোগী শাহজাহান আলী তার বক্তব্যে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলেন, আদালতে আমাদের শ্রদ্ধা আছে । তদন্ত কর্মকর্তা আদালতে আমাদের বিরুদ্ধে এবং বাদীর প্ররোচনায় পড়ে যে প্রতিবেদন দেন তা সম্পন্ন মিথ্যা ও ভীত্তিহীন । আইনের প্রতি শ্রদ্ধা রেখে তদন্ত কর্মকর্তার সাথে একাধিকবার মিমাংশার লক্ষে বসার চেষ্টা করেছি । কিন্তু তিনি বিভিন্নভাবে কালক্ষেপন করে আমাদের বিরুদ্ধে আদালতে যে প্রতিবেদন দেন, তা আমার পরিবার এবং এলাকাবাসীর দৃষ্টি গোচর হয় । আমি আদালতের প্রতি পুনঃরায় অন্য কাউকে দিয়ে সঠিকভাবে তদন্ত প্রতিবেদন করার জোর দাবী জানাচ্ছি ।
সংবাদ সম্মেলনে শতাধীক লোক উপস্থিতিদের মধ্যে এলাকার মাতাব্বর সৈয়দ আহমেদ বলেন, সঠিক প্রতিবেদনের স্বার্থে তদন্ত কর্মকর্তার সাথে বিবাদীর স্বাক্ষীগণ নিয়ে মিমাংশার লক্ষে বাদী উপস্থিত না হলেও তদন্ত কর্মকর্তা মিথ্যা বানোয়াট ও ভীত্তিহীন প্রতিবেদন করে আদালতে প্রেরণ করায় আমরা তিব্র নিন্দা জ্ঞাপনসহ পুনঃরায় সঠিক তদন্ত প্রতিবেদনের জন্য বিজ্ঞ আদালতকে অনুরোধ করছি ।