uadmin ৭ এপ্রিল ২০২৪ , ১০:৪৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারীতে ফুটবল এ্যাসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালের দিকে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, রৌমারীর ফুটবল এ্যাসোসিয়েশনের আগামীতে আরও শক্তিশালীসহ ও নানা কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নিয়মিত ভালো ফুটবল ও খেলোয়াড়ের ধারাবাহিকতা বজায় রাখতে হলে একটি পাইপলাইন তৈরি করা প্রয়োজন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি বলে অনেক মন্তব্য করে বক্তব্য দেন আলোচনা সভায়।
এদিকে অনেকে জানান, খেলোয়াড়দের মানসিক ডিসট্রাকশন কমিয়ে কাঠামেগত পদ্ধতিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। নিজের ইচ্ছাশক্তি ও চেষ্টায় নিজেকে তৈরি করার মানসিকতাও গড়ে তুলতে হবে। প্রতিযোগিতা মনোভাব নিয়ে খেলোয়াড়দের শত ভাগ ফিট হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের ফুটবলকে ভালো করতে হলে যারা এ অবস্থা থেকে নিজেদের উত্তরণ ঘটাতে চায় তাদের দিকে তাকাতে হবে ও সার্বিক সহযোগিতা করতে হবে।
ইফতার ও আলোচনা সভায় যারা উপস্থিত ছিলেন, ফুটবল এ্যাসোসিয়েশন এর উপদেষ্টা সোহরাব হোসেন, রৌমারী ফুটবল এ্যাসোসিয়েশন এর সভাপতি রফিকুল ইসলাম শাহিন, এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশিদ হারুন, পরিচালনা কমিটির সদস্য, আব্দুল্লাহ আল মামুন, রাজু আহমেদ, আবুল কাশেম, লায়ন, মশিউর রহমান পলাশ, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রউফ, প্রচার ও প্রকাশনা মুরাদ আহমেদ, কায্যকারি সদস্য আবু সারোয়ারসহ এসোসিয়েশান ও উপজেলা ফুটবল একাদশের অনেক সাবেক ও বর্তমান খেলোয়াড়রা সেখানে উপস্থিত ছিলেন।