রৌমারী প্রতিনিধি: ১৪ আগস্ট ২০২৪ , ৭:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের তিনতেলি গ্রামে চলাচলের রাস্তার বিরোধ নিয়ে নবীন হোসেনের বাড়িতে বিক্ষিপ্ত জনতা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকে রাস্তাকে নিয়ে বিরোধ চলে আসছে। এরই পরিপেক্ষিতে গত ৭ আগস্ট মধ্য রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নবীন হোসেন।
বুধবার ১৪ আগস্ট সরেজমিনে গিয়ে জানা গেছে, এলাকাবাসির ও নিজেদের সুবিধার জন্য মাটি দিয়ে রাস্তা সংস্কার করতে গেলে বাধা দেন অভিযোগ কারি নবীন হোসেন। এনিয়ে স্থানীয় ভাবে একাধিক বার সালিশী বৈঠকও হয়। তাতে করে কোনো প্রকার সমাধান আসেনি। ফলে বিক্ষিপ্ত জনতা তার বাড়ির দেওয়াল ভেঙ্গে রাস্তা নিমার্ন করার জন্য বাড়ির দেয়াল ও বাড়ির গেইট ভেঙ্গে ফেলে।
এদিকে অভিযোগকারির দাবি নিজ নামীয় রেকডি সম্পত্তির উপর দিয়ে চলাচলের জন্য রাস্তা দেওয়া হয়। এলাকাবাসিসহ সাধারন মানুষ সুন্দর ভাবে চলাচল করে আসছে। গ্রামের কিছু সংখক মানুষ নানা ধরনের অযৌক্তিক ভাবে বাড়ির দেওয়াল অপসারণ করে রাস্তা বাড়িয়ে দেওয়ার কথা বলে বাধা দিলে প্রায় সময় অভিযোগ কারিকে নানা ভাবে হুমকি ধামকি প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট গভীর রাতে নবীন মিয়ার বাড়ির দেয়াল ও গেইট ভেঙে বাড়িতে থাকা প্রায় ৪ লক্ষ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে যায় তোকে দেখে ছারবো। অভিযোগ কারি জানান বর্তমান দেশের পরিস্থিতি ভালো না থাকায় থানায় অভিযোগ দিতে পারছিনা তাই তারা সাংবাদিকের শরণাপন্ন হয়। বাদি পক্ষ বর্তমানে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে সাংবাকিকের কাছে অবিযোগ করেন। এদিকে মহির ও এরশাদ নামের ব্যাক্তিদ্বয়ের নির্দেশে এসব হামলা হয়েছে বলে দাবি করেন অভিযোগকারি।
এব্যাপারে অভিযোগ কারি নবীন হোসেন বলেন, আমার বাড়িতে অতর্কিত ভাবে হামলা হওয়ায় আমি নির্বাক। হামলার ঘটনার সাথে যারা জরিত তাদের বিচার চাই।
স্থানীয় এলাকাবাসি এরশাদুল নামের একব্যাক্তি জানান, বাড়িতে হামলার ঘটনার কথা শিকার করে বলেন, অনাকাংখিত ঘটনার জন্য দুঃখিত স্থানীয় ভাবে সমাধান করার চেষ্টা চলছে।
রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ব্যাপারে অভিযোগ আসেনি । যদি অভিযোগ হয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।