রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জামালপুর-৩৫ বিজিবি এর পৃথক অভিযানে ৯৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ, ৮ বস্তা ভারতীয় ১৬২ কেজি সুরাজ জিরা জব্দ করা হয়েছে। এছাড়াও ৮কেজি ভারতীয় জট গাঁজাসহ জাহিদুল ইসলাম (৩৩) নামের ১জনকে আটক করেছে তারা।
রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঃ হাই জানান, আজ সোমবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদও ইউনিয়নের ফুলবাড়ী নামক এলাকায় মালিক বিহীন ৯৪ বোতল মদ জব্দ, আজ সকাল সাড়ে ৬টার দিকে খাটিয়ামারী নামক এলাকায় ১৬২ কেজি ভারতীয় সুরাজ জিরা মালিক বিহীন জব্দ করা হয়। পরে আজ বেলা ১২টার দিকে উপজেলা মোড় থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয় মনিহাট মধ্য খাডামারী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জাহিদুল ইসলাম(৩৩) নামের ১জন মাদককারবারিকে ৮ কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি। এব্যাপারে ৮কেজি গাঁজাসহ আটককৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ও জব্দকৃত সুরাজ জিরাসহ অফিসার চয়েজ মদের ব্যাপারে রৌমারী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জামালপুর- ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. হাসানুর রহমান (পিএসসি) বলেন,সিমান্তে সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি। চোরাকারবারি যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।