রৌমারী প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দল রৌমারী উপজেলা শাখার আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ৯ সেপ্টেম্বর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল শেষে একটি র্যালি বেড় হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জানা গেছে, উপজেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দলের নানা বিষয় নিয়ে কথা হয়। এসময় আরও অনেকে বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৯৭৮ সালের আজকের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রসঙ্গে উপজেলা মহিলা দলের সাধারণ সস্পাদক রেহেনা পারভীন রুনা বলেন, নানা কারনে প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত পরিসরে পালন করা হয়েছে। দলের যে কোনো নির্দেশে সবাই কে প্রস্তুত থাকতে বলেন। সভায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শিউলি পারভীন শিল্পির সভাপতিত্বে তার বক্ত্যবের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও যারা উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি মারুফা আক্তার,সহ সভাপতি সাহিদা খাতুন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার, রৌমারী সদর ইউনিয়ন মহিলা দলের হাসিনা, সাধারণ সম্পাদক মিনারা খাতুন ও সাংগঠনিক সম্পাদক রাবিয়া খাতুনসহ আরও অনেকে।
পরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের সার্বিক সুস্থতা কামনা করেন।