রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ৫ অক্টোবর ২০২৪ , ৪:৫৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে ঘিরে কুড়িগ্রামের রৌমারীতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। শনিবার ৫ অক্টোবর দুপুর ১২ টায় সারা দেশের ন্যায় উপজেলা পর্যায় বিশ্ব শিক্ষক দিবস কমিটি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, এবারের শিক্ষক দিবস হবে শিক্ষকদের স্বপ্ন পূরণের দিবস। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকার শিক্ষকদের একটা স্মার্ট বেতন কাঠামোসহ শিক্ষকদের স্মার্ট জীবন ব্যবস্থার ঘোষণা করবেন এই প্রত্যাশা। শিক্ষকদের প্রধান সমস্যা অর্থনৈতিক। এ সমস্যার সমাধানে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই। বেসরকারি শিক্ষাব্যবস্থায় এমপিও, নন-এমপিও হাহাকার শিক্ষাক্ষেত্রে হচ্ছে বৈষমের শিকার। এজন্য শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি, এমপিও বা নন-এমপিও নামক পীড়াদায়ক পরিভাষা অবলুপ্তি করে জাতীয় করনের জন্য জোর দাবি জানান শিক্ষকরা। বিশ্ব শিক্ষক দিবসে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের কাছে শিক্ষকরা জাতীয় করনের দাবি বাস্তবায়নের প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রৌমারী শাখার সভাপতি ও রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোকছেদ আলী, রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এস এম হুমায়ুন কবীর,দক্ষিণ টাপুরচর এল এইচ দাখিল মাদ্রার সুপার এবি এম লুৎফর রহমান, নুরপুর দাখিল মাদ্রাসার সুপার রিয়াজুল হক,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মো: আ: মতিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপার ও শিক্ষক পরিষদ কমিটির কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রৌমারী শাখার সহ সাধারণ সম্পাদক আ: হামিদ, শিক্ষক পরিষদের কার্যকারী সদস্য বাবুল আকতারসহ আরও অনেকে।