সারাদেশ

রৌমারীর ব্রহ্মপুত্র নদে ডাকাতি, তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৪ , ১০:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

রৌমারীর ফলুয়ারচর নৌকা ঘাট থেকে কুড়িগ্রাম ধরলা পারের ইজতেমায় যাওয়া পথে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ২১ ডিসেম্বর সকাল সারে ৮ টার দিকে ১৮ জন যাত্রী নিয়ে রওনা দেয় নৌকাটি চিলমারী উপজেলার নদীর মাঝ পথে দুইশ বিঘা নামক স্থানের কাছাকাছি নির্জন স্থানে ডাকাতির শিকার হয়।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলাধীন ধরলা সেতুর পূর্বপাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পবিত্র ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। সেই উপলক্ষে রৌমারীর চরমোনাই অনুসারী ইজতেমার উদ্দেশ্যে রওয়ানা দেন। চিলমারী উপজেলার নদীর মাঝ পথে দুইশ বিঘা নামক স্থানে নির্জন স্থানে প্রায় ২০ থেকে ২২ জন মুখোশধারী একদল ডাকাত নৌকায় অতর্কিত হামলা চালায়। এসময় নৌকায় থাকা যাত্রীদের প্রচুর মারধর করে মোবাইল ফোন গুলো নিয়ে পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি জিনিস পত্র নিয়ে যায়। এঘটনায় নৌকায় থাকা বেশির ভাগ যাত্রী মারধরের শিকার হয়ে অসুস্থ হয়। তবে নৌকাতে থাকা উপজেলার পুরারচর গ্রামের ময়েজ উদ্দিন নামের এক ব্যবসায়ী কাছে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে যায় বলে জানা গেছে । তবে সব মিলে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

নৌকার মাঝি আবু তালেব বলেন, আমরা রৌমারী থেকে ইজতেমার উদ্দেশে রওনা দেই হঠাৎ ২২ জনের মতো ডাকাত এসে আমাদের নানা প্রকার ভয়ভীতি দেখায় ও মারধর করে ভয়ে যা যা বলছে তাই শুনছি। তিনি আরও বলেন এমন ঘটনা এর আগে ঘটেনি।

এই ঘটনার শিকার ব্যবসায়ী ময়েজ উদ্দিনের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করা হলে জানা যায় যে, একদল ডাকাত নৌকার কাছে এসে অতর্কিত মারধর চালায়। বলে যার কাছে যা আছে দিয়ে দেও ঝামেলা করলে নদীতে ফেলে দিবো। পরে আমার কাছে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন জীবনের ভয়ে দিয়ে দেই।

রৌমারী নৌকা ঘাটে দায়িত্বে থাকা আফসার জানান, ঘন কুয়াশা থাকায় মাঝ পথে একা পেয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন ঘটনা এর আগে এমন ভাবে ঘটেনি। দীর্ঘদিন পর ব্রহ্মপুত্র নদে ডাকাতি বিষয়টি দুঃখজনক।

রৌমারী থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান জানান, ডাকাতির ঘটনা শুনেছি তবে ঘটনাটি আমার এরিয়ার মধ্যে নয় তাই কিছু করা সম্ভব হয়নি।