বিবিধ

রৌমারীর মোল্লারচর সীমান্তে বিজিবির হাতে আটক-১

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১২ ডিসেম্বর ২০২৪ , ৮:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

অবৈধ অনুপ্রবেশের দায়ে রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে ১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বেহুরারচর সীমান্তে পিলার নং ১০৬২-২ টি এলাকা থেকে তাকে আটক করেন মোল্লারচর ক্যাম্প বিওপি। আটক ব্যাক্তি হলেন,উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বাদশা বাবু (১৯) বলে জানা গেছে।

বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে অবৈভাবে অনুপ্রবেশ কালে গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সেখানে ছুটে যায়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে কোনো প্রকার বৈধ কাগজ পত্র না থাকায় তাকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ শেষে একটি মামলা দিয়ে আটক ব্যক্তিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান জানান, বিজিবি কর্তৃক আটক যুবককে থানায় সোপর্দ করেছেন এবং মামলা হয়েছে সময় মতো জেল হাজতে পাঠানো হবে।

মাসুদ পারভেজ রুবেল
মোবা-০১৯১৬৯৫৪৫৭৪