uadmin ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
জহুরুল ইসলাম রৌমারী প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে দীর্ঘতম কাঠের ব্রিজের উদ্বোধন করা হয়।
বুধবার সকালে সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া গ্রামের জিনজিরাম নদীর উপর ২৩৫ ফিট দৈর্ঘ্যের কাঠের ব্রিজ উদ্বোধন করেন মো.আজিজুর রহমান,সভাপতি রৌমারী উপজেলা বিএনপি। এ সময় আরও উপস্থিত ছিলেন,যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী,মতিউর রহমার,সভাপতি যাদুরচর ইউনিয়ন বিএনপি, জাহিদ হাসান সজিব,সভাপতি যাদুরচর ইউনিয়ন ছাত্রদল,আশরাফুল কারী,বাবলু,মাহমুদ হাসান সুমন,জহির রায়হান, হয়রত আলী, ইউপি সদস্য,রবিউল ইসলাম,ইউপি সদস্য,হায়দার আলী,ইউপি সদস্য,শাহিনুল ইসলাম সহ শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ।
এ ব্রিজ টি হওয়াতে বকবান্ধা,লালকুড়া,খেওয়ারচর,
আগলারচরের ২০ হাজার মানুষের চলাচলের দ্বার খুলে গেল৷
স্হানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন ব্রিজটি হওয়াতে আমাদের চলাচলের আর কোন সমস্যা নেই৷ এখন আমাদের নৌকার জন্য বসে থাকতে হবে না৷ তবে আমাদের দাবি এখানে যেন দ্রুত স্হায়ী ব্রিজ দেয়া হয়৷