জাতীয়

রৌমারী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

  স্টাফ রিপোর্টার: ১০ মার্চ ২০২৫ , ৩:২২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫
পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি)রাসেল দিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরবেশ আলী,চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সাইদুর রহমান দুলাল,বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক শাহাদত হোসেন,ও রিভার প্রকল্পভুক্ত দাঁতভাঙ্গা বেগম মজিদা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান,বড়াইকান্দি মোল্লা পাড়া স্কুলের প্রধান শিক্ষক মোঃ তারা মিয়া,বিভিন্ন কমিউনিটির নারী-পুরুষ ও রিভার প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন, শাহনাজ খাতুন,ফায়ার সার্ভিস ,পুলিশ বাহিনী,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।পরে দুর্যোগ কি, দুর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনা ও ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।