সারাদেশ

লালমনিরহাটে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষক

  uadmin ৩ নভেম্বর ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: লালমনিরহাটে জমিতে প্রতিবছর আগাম শীতকালীন শাক সবজি চাষ করে লাভবান হয় কৃষকেরা। তাই কৃষকেরা লাভের আশায় এবারও আগাম শীতকালীন সবজি চাষ শুরু করছে। মাঠে মাঠে শোভা পাচ্ছে শীতকালীন সবুজ শাক- সবজি। সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে কাজ করছেন কৃষক -কৃষাণী।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি রবি মৌসুমে লালমনিরহাট জেলায় ৩৪৩৪ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী, কমলাবাড়ী, দুর্গাপুর সদর উপজেলার মোগলহাট, বড়বাড়ী, পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষকরা অধিক লাভের আশায় শীতকালীন আগাম শাক সবজি চাষ শুরু করেছেন। মাঠে মাঠে এখন শীতকালীন নানা ধরনের শাক, ফুলকপি, শিম, বাঁধাকপি, পটল, মুলা লাউসহ নানা রকমের সবজি চোখে পড়ছে।

কিছু দিন আগে কয়েক দিনের টানা ভারীবর্ষনে কৃষকের শীতকালীন শাক সবজির রোপনকৃত চারা নষ্ট হয়ে যায় ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। এজন্য আবারো আগাম শাক সবজি চারা রোপন শুরু করে লাভের আশায়।

মোগলহাট ইউনিয়নের কৃষক রুহুল আমিন বাবুল বলেন, আমি প্রতি বছর ৩-৪ বিঘা জমিতে আগাম সবজি চাষ করি। তবে এ বছর আর্থিক সংকটের কারণে আমি আড়াই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। তবে এবছর ফলন ভালো হলে লাভবান হতে পারবো বলে আশা করি।

কমলাবাড়ী ইউনিয়নের আর এক কৃষক ফজলুর রহমান জানান, তিনি শীতকালীন সবজি মুলা এক বিঘা জমিতে চাষ করেছেন। আশা করছেন ১০ থেকে ১২ দিনের মধ্যে মুলা বাজার জাত করতে পারবেন তিনি। আগাম চাষ করায় বাজারে সবজির ভালো দামের আশা করছেন তিনি।

এবিষয়ে জেলার কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে জেলায় শীতকালীন সবজি ইতিমধ্যে চাষাবাদ শুরু হয়েছে। যারা আগাম সবজি চাষ করেছে, তারাই ভালোই লাভবান হচ্ছেন। বেশি দামে বিক্রি করতে পারছে বলে খুশি কৃষকেরা।