খেলা

শচীন থেকে আর মাত্র একটি সেঞ্চুরি দূরে কোহলি

  uadmin ২০ অক্টোবর ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার ৪৮তম সেঞ্চুরি। তার এই সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই জয়োৎসবে মেতে ওঠে ভারতীয়রা। একপেশে ম্যাচে দর্শকদের বাড়তি আনন্দের খোরাক জুগিয়েছে কোহলির এই সেঞ্চুরি।

বাংলাদেশের বিপক্ষে বাগিয়ে নেওয়া এই শতকের মাধ্যমে কোহলি রীতিমতো কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘাড়ে নিশ্বাস ফেলছেন।

ওয়ানডে ক্রিকেটে টেন্ডুলকারের সেঞ্চুরি ৪৯টি। চলতি বিশ্বকাপে আর কেবল একটি সেঞ্চুরি পেলেই কিংবদন্তি এই তারকার পাশে ভারতের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখাবেন।

ম্যাজিক ফিগার পূর্ণ করতে কোহলি ৬টি চার ও চারটি ছক্কার বাউন্ডারি খেলেছেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৩ রানে (৯৭ বল)।