অনলাইন ডেস্ক ২০ ডিসেম্বর ২০২৩ , ৯:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইট থেকে আট কেজি স্বর্ণসহ রেখা পারভিন নামের এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিমানের ভেতরে রামিজিং করার সময় ওই নারীকে তল্লাশি চালিয়ে আট কেজি স্বর্ণ জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।